সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলার খাষখাউলিয়া ইউনিয়নের জোতপাড়াহাট থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামি হলেন, নেত্রকোনা জেলার নেত্রকোনা থানার উলুয়াটি গ্রামের চাঁন মিয়ার ছেলে রিপন মিয়া (৪০)। শনিবার (৬ মে) আসামি মো. রিপন মিয়ার রিরুদ্ধে চুরি মামলা রুজি করে বিচারের নিমিত্তে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ইজিবাইক মালিক মো. মাইন উদ্দিন বলেন, গত ২ এপ্রিল জোতপাড়াহাটে বাজার করতে উপজেলা পরিষদের কাঁঠাল বাগানের সামনে রেখে যাই। পরে এসে দেখি আমার ইজিবাইকটি নাই চুরি হয়েছে।
এলাকাবাসীসহ আমি ইজিবাইক খোঁজার জন্য গেলে রাস্তায় আমার ইজিবাইক দেখে এলাকাবাসীর সহযোগিতায় চোরসহ গাড়ি আটকিয়ে নাগরপুর থানায় ফোন করলে এসে নাগরপুর থানায় আসামিকে হস্তান্তর করেন। পরে স্থানীয় ও নাগরপুর থানার সহযোগিতায় চোর চক্রের এক ব্যক্তিকে চৌহালী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে চৌহালী থানার ওসি হারুন অর রশিদ বলেন, চোরকে ইজিবাইকসহ আটক করে এলাকাবাসী চৌহালী থানা পুলিশকে খবর দিলে চোরসহ ইজিবাইক থানায় আনা হয়। আসামির বিরুদ্ধে চুরি মামলা রুজি করে আদালতে প্রেরণ করা হয়েছে।
টিএইচ